চিন্তা কী আর আমাদের একটা। ফেসবুকের নতুন সেলফিটাই ক’টা লাইক পড়ল। স্ট্যাটাস আপডেটটায় কে কী কমেন্ট করল। বাজারে কী নতুন স্মার্টফোন লঞ্চ হলো। হাজারটা চিন্তা। কিন্তু এত কিছু ভাবনা চিন্তার মধ্যে ভেবে দেখেছেন কি কখনো যদি এই সব কর্মকাণ্ড থেমে যায়! মানে পৃথিবীটা যদি ১ সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তবে কী হবে?
ভেবে কোনও কূল কিনার পাবেন না কারণ ভাবার সময়টাই পাবেন না। পৃথিবী থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভাসতে থাকবে মানুষ, জীবজন্তু থেকে শুরু করে সব প্রাণী। হাড় গোড়, মাংস সব দলা পাকিয়ে মানুষ অনেকটা ভাঙা পুতুলের মতো হয়ে যাবে। দুই মেরু এই অনুভূতি কয়েক সেকেন্ড পরে টের পেলেও শেষ পর্যন্ত একই অবস্থা হবে। প্লেনের ভিতরে থাকা মানুষেরা প্রথমটাই ব্যপারটা বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর আকাশে সৃষ্টি হবে ভয়ঙ্কর এক ঝড়। আর তারপরই সবশেষ। এতো গেল আকাশের কথা। কিন্তু ভূ-পৃষ্ঠে তখন কী হবে?
বাতাসের গতিবেগ প্রচণ্ড বেড়ে যাওয়ার ফলে গোটা পৃথিবী জুড়ে আগুন জ্বলবে। ঠিক যেন আগুনের গোলা। থেমে থাকবে না জলও। পৃথিবীর সমস্ত জলভাগ জুড়ে চলবে বিশাল এক সুনামি। আর সব জল গিয়ে জমা হবে দুই মেরুতে। বাকি পৃথিবী জলশূণ্য হয়ে পড়বে।
এসব ছাড়াও ঘটবে এক অদ্ভূত ঘটনা। পৃথিবী থেমে যাওয়ার ফলে যেদিক সূর্যের সামনে পড়বে সেদিকের সব জ্বলে ছারখার হয়ে যাবে কিন্তু অপর পিঠে সূর্য না থাকায় শূরু হবে ‘আইস এজ’। সব মিলিয়ে, ওই এক সেকেন্ডই পৃথিবীকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এরপর পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করলেও পৃথিবীতে কিছুই আর আগের মতো থাকবে না। আর হয়ত কখনও প্রাণের সঞ্চারও সম্ভব হবে না।
এক বিজ্ঞানী এই বিষয়ে বলছেন, If Earth stopped for 1 second and you weren’t belt-buckled to the Earth, you would fall over and roll 800 mph due east… killing everyone.
While these dark web sites can be accessed without authorization from a website, the information and data they contain may be illegal or sensitive, and could be distributed to unauthorized parties.
ReplyDeleteYou can visit our website: dark web links