কীভাবে আপনার ব্লগে যুক্ত করবেন এ্যানিমেটেড লেভেল উইজেট


আমরা সবাই চাই আমাদের ব্লগটাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে । এজন্য নতুন কোন কিছু কোথাও দেখলে অনেকের ইচ্ছা জাগে আমার প্রিয় ব্লগটাতে আমি ও যদি ব্যবহার করতে পারতাম নতুন কিছু। হ্যা সবকিছু সম্ভব প্রয়োজন চেষ্টা ।অনেক কাজ একবার হয় কোনটা আবার একের অধিকবার। আর একজন খুদে এবয় নতুর  ব্লগার হিসেবে আপনাদের কাছে ছোট একটা টিউন তুলে ধরার চেষ্ট করলাম। চলুন শুরু করা যাক।

এ্যানিমেটেড লেভেল তৈরী করলে আপনার সাইটে কেউ ভিজিট করলে সে যদি ঐ লেভেলের উপর কারছর রাখে তবে সেটি এ্যানিমেট  হবে। চলুন কীভাবে পব্লগে যুক্ত করবেন এ্যানিমেটেড লেভেল উইজেট তার নির্দেশিকা দেখে নি।

ব্লগের ড্যাশবোর্ডে যান>> লেঅউটে যান>> এডিট এইচ টি এম এল এ যন >> এবার Ctrl+F  চাপুন দেখবেন বক্সের বামপাশে সার্চ বক্স ওপেন হয়েছে। ঐ ঘরে ]]> </ b: skin>  এই কোডটি লিখে ইন্টার করুন।  ]]> </ b: skin> এই কোর্ডটি পেলে ঠিক এর পরেই নিচের কোডটি কপি করে পেষ্ট করে দিন।
<b:widget id='Label99' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<script src='http://halotemplates.s3.amazonaws.com/wp-cumulus-example/swfobject.js' type='text/javascript'/>
<div id='flashcontent'></div>
<script type='text/javascript'>
var so = new SWFObject(&quot;http://halotemplates.s3.amazonaws.com/wp-cumulus-example/tagcloud.swf&quot;, &quot;tagcloud&quot;, &quot;240&quot;, &quot;300&quot;, &quot;7&quot;, &quot;#ffffff&quot;);
// uncomment next line to enable transparency
//so.addParam(&quot;wmode&quot;, &quot;transparent&quot;);
so.addVariable(&quot;tcolor&quot;, &quot;0x333333&quot;);
so.addVariable(&quot;mode&quot;, &quot;tags&quot;);
so.addVariable(&quot;distr&quot;, &quot;true&quot;);
so.addVariable(&quot;tspeed&quot;, &quot;100&quot;);
so.addVariable(&quot;tagcloud&quot;, &quot;<tags><b:loop values='data:labels' var='label'><a expr:href='data:label.url' style='12'><data:label.name/></a></b:loop></tags>&quot;);
so.addParam(&quot;allowScriptAccess&quot;, &quot;always&quot;);
so.write(&quot;flashcontent&quot;);
</script>
<b:include name='quickedit'/>
</div>
</b:includable>
</b:widget>

সেভ টেমপ্লেট এ ক্লিক করে বেরিয়ে আসুন। কাজ শেষ।


নিচের পোষ্ট গুলো লখ্য করুন, কাজে লাগতেও পারেঃ


>>এন্ড্রয়েড ব্যবহার করেন? জানুন ১২ টি সুবিধাজনক কৌশল!

1 comment:

  1. There are many places you can go to learn about finding the best dark web link partners, but I would like to recommend some resources below that I have personally used to successfully increase my ranking:
    You can visit our website: dark web links

    ReplyDelete

INSTAGRAM FEED

@soratemplates