আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমরা দেখবো কিভাবে পিসির গতি বৃদ্ধি করা যায়।বর্তমানে কম্পিউটার আমাদের নিত্য দিনের সাথী বলা চলে। অনেক সমায় দেখা যায় কম্পিউটার দীর্ঘক্ষন ব্যবহারের ফলে স্ল হয়ে যায়। প্রসেসিং কাজগুলো ধীর গতিতে হয়।
সেই জন্য পিসির প্রসেসিং বৃদ্ধি করার জন্য যা করতে হবে…১। আপনার পিসির start মেনুতে গিয়ে run ট্যাবটি select করে ডাবল click করুন।
২। run ওপেন হলে msconfig লিখে Enter বাটন চাপুন।
৩। এবার যে পেজ আসবে সেখান থেকে boot সিলেক্ট করুন।
৪। advance option এ click করে number of processor এ টিক চিহ্ন দিন।
৫। এবার আপনার processor অনু্যায়ী processor সিলেক্ট করুন।
৬। তারপর ok দিয়ে বের হয়ে আসুন।
৭। পিসি restart দিন।
নিচের পোষ্ট গুলো লখ্য করুন, কাজে লাগতেও পারেঃ
267. The Dark Web is a vast area of the Internet where there are no websites, online directories, or public domain pages.
ReplyDeleteYou can visit our website: dark web links